অনুজ চৌধুরী,নানিয়ারচর:
৫ই মার্চ রোজ শুক্রবার স্বপ্নবুনন নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবী টিমের ডাকে সাড়া দিয়ে চট্টগ্রাম মানবিক সেবা সংস্থার প্রধান পরিচালক জনাব শওকত হোসেন, রাউজান স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব রাশেদ উদ্দিন, মানবিক সেবা সংস্থার সদস্য মোঃ তৈয়ব, মোঃ আরমান, মো.সাহেদ দ্বিতীয় বারের মত নানিয়ারচর উপজেলায় আগমন করলেন।
মানবিক জনাব শওকত হোসেন আবার মানবিক কাজে টিম স্বপ্নবুনন এর ডাকে নানিয়ারচর ইসলামপুর এলাকার দুটি এতিম খানার মোট ১০০ জন, শিক্ষার্থীকে দুপুরের খাবার প্রদান করেন। সেই সাথে আয়শা আক্তারকে দেওয়া সেই ঘরটিও পরিদর্শন করেন তাঁরা।
এছাড়াও জনাব শওকত হোসেনের সহযোগিতায় আমেরিকা প্রবাসী জনাব রিপন মন্ডলের অর্থায়নে ১০০ জন এতিমকে ১০০ পিছ কোরআন শরীফ এবং ১০ জন শিক্ষার্থীকে ১ বছরের পড়ালেখার খরচের জন্য নগদ টাকা অনুদান হিসেবে প্রদান করেন।
এছাড়াও মানবিক শওকত হোসেন আজ আয়শা আক্তারকে দেওয়া সেই ঘর টি পরিদর্শন করে, এবং আরো আংশিক কাজের জন্য নগদ কিছু টাকার অনুদান দেন । পরিশেষে মানবিক জনাব শওকত হোসেন পিছিয়ে পড়া ছিন্নমূল শিশুদের সাহায্যে এগিয়ে আসার জন্য সকলকে আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।