মোঃ গোলামুর রহমান,লংগদু উপজেলা প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাইনী এলাকায় সেনা জোনের পাশে কাপ্তাই লেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ পাওয়া যায়।
বৃহস্পতিবার ( ৪ মার্চ) সকালে মৃতদেহটি পথচারীদের নজরে আসলে সেনাবাহিনীকে খবর দিলে,সেনাবাহিনী পুলিশকে খবর দেয় পুলিশ এসে সকাল ৯ টার সময় মৃতদেহ উদ্ধার করে।
লংগদু থানার অফিসার ইন্চার্জ মোঃ আরিফুল আমিন বলেন, আমরা সকালে খবর পেয়ে লাশটিকে উদ্ধার করি। এসময় যুবকের গায়ে একটি ফুল হাতা শার্ট, পরনে একটি প্যান্ট ছিলো। প্যান্টেের পকেটে একটি মোবাইল ফোন ও অল্প কিছু টাকা পাওয়া গেছে। হয়তো এগুলো থেকে পরিচয় পাওয়া যেতে পারে।
তিনি আরো বলেন মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেলা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।