সরওয়ার কামাল,মহেশখালী,কক্সবাজার:
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি বিভাগ ও ওয়ার্ড পরিদর্শন করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী
বুধবার (৩ মার্চ) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ইউএনও বলেন, এটা হল মডেল হাসপাতাল। হাসপাতালের সকল কার্যক্রম প্রশংসার দাবীদার। হাসপাতাল পরিদর্শন করে সন্তুষ্টির কথা জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলসহ সকলকে ধন্যবাদ দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাঃ আবুল মনসুর, মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রক ডাঃ প্রণয় রুদ্র, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক সোহরাব হোসেনসহ হাসপাতালে কর্মরতরা উপস্থিত ছিলেন।