অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, এদেশে নারীরা অনেকক্ষেত্রে এগিয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী। তাঁর নেতৃত্বে এদেশের নারীরা দেশ এবং দেশের বাহিরে সুনামের সাথে প্রতিটি সেক্টরে নিজেদের কর্মদক্ষতা প্রমান করে আসছেন। আর এই সব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা, সুশাসন এবং আন্তরিকতার ফলে।
তিনি আরোও বলেন, নানামুখী তৎপরতার ফলে এখন সমাজ হতে বাল্যবিবাহ অনেকটা হ্রাস পেয়েছে।
ইউএনও মুনতাসির জাহান বুধবার( ৩ মার্চ) বিকেলে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি পাড়া কেন্দ্রে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে মহিলাদের নিয়ে উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বৈঠকে বাল্য বিবাহ, আশ্রয়ণ প্রকল্প, আমার বাড়ী আমার খামার প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ সহ সরকারের ব্রান্ডিং বিশেষ ১০ টি উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন এর সভাপতিত্বে তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক প্রকল্পের কাপ্তাই উপজেলা ব্যবস্হাপক নীলুফার নাজনীন, ইউপি সদস্য হোসনে আরা বেগম।
পরে উন্মুক্ত বৈঠকে উপস্থিত স্হানীয় মহিলাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।