অনলাইন ডেক্স:
৮০ দশকের সাড়া জাগানো জনপ্রিয় কণ্ঠশিল্পী গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মৃত্যু বরন করেন। তিনি দীর্ঘ দিন করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন। তিনি করোনা থেকে সুস্থ হলেও শারীরিকভাবে আবারও নিউমোনিয়া আক্রান্ত হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছিল। তবে শেষ রক্ষা হয় নি। তিনি আধ্যাত্মিক- পল্লী ঘরনার আধুনিক ধাঁচের গান করতেন। ‘ স্কুল খুইলাছে মাওলা’ ‘১টি গন্ধমের লাগিয়া’ সহ বিভিন্ন গান রয়েছে তাঁর। ১ম গানের অ্যালবাম ‘বনমালি’ প্রকাশের পর তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। তিনি প্রায় চার হাজার গান করেন। এছাড়াও তাঁর লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে তিন হাজার।