অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই উপজেলা শাখা পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর আয়োজনে “মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হবে সবার” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার (১ মার্চ) কাপ্তাই নতুন বাজার কার্যালয়ে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক ও কাপ্তাই শাখার ইনচার্জ মোঃ দিদারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ এর জেলা সম্বনায়কারী তোফাজ্জল হোসেন, মোঃ কবির হোসেন, ব্র্যাঞ্চম্যানেজার সিরাজুল হক,উশৈচিং মারমা,ফিল্ড অফিসার মরিয়ম বেগম,শারমিন আক্তার, রুমা আক্তার ও মিনারা আক্তার লিজা প্রমুখ। অতিরিক্ত প্রকল্প পরিচালক দিদারুল ইসলাম বলেন, প্রতিটি ঘরে,ঘরে একটি করে বীমা করুন এবং দারিদ্র বিমোচনে ভূমিকা রাখুন।