কামরুল ইসলাম,খাগড়াছড়ি সদর থেকে:
খাগড়াছড়িতে টি২০ক্রিকেট টুর্নামেন্টের(২ আসর) উদ্বোধন করলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি স্টোডিয়াম মাঠে ট্রফি উন্মোচন ও বেলুন উড়িয়ে এ গোল্ডকাপের শুভ উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক বলেন,খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। এবং এ ধরনের টুর্নামেন্ট প্রতিভাবান খেলোয়ারদের জন্য যোগ্যতা প্রকাশের একটি প্লাটফর্ম।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজহার আলী হিরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম এবং খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী খাগড়াছড়ি প্রজন্ম ক্লাব ও গোল্ডেন স্টার ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছেন। ২২ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ১৩ মার্চ পর্যন্ত এ টুর্নামেন্ট চলবে।