গোলামুর রহমান,লংগদু প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদুতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে, লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন,শিক্ষা প্রতিষ্ঠান,উপজেলা নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন ও সমতির উদ্যোগে একুশের, প্রথম প্রহরে উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সকলে।
এসময় ভাষা শহীদরে রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়, দোয়া মুনাজাত করেন, উপজেলা সদর জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম।
অনুষ্ঠঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা, লংগদু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, লংগদু উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ এখলাস মিঞা খান সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।