আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্বারসহ কামাল উদ্দীন (৪৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী এ তথ্য নিশ্চিত করেন।
বৃহম্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে র্যাব-৭, ফেনী ক্যাম্প এর একটি আভিযানিক দল জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার ভাই ভাই রেষ্টুরেন্ট এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি চেকপোষ্ট পরিচালনা কালে একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উক্ত ট্রাকটিকে উল্লেখিত স্থানে থামিয়ে ০১ জন (চালক) ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত কামাল উদ্দীন রাঙ্গামাটি জেলা সদরের ভেদভেদী পাড়ার আলী বকসের ছেলে। পরে গাড়িটি তল্লাশী করে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।এ বিষয়ে মাদকের মামলা রজু করা হয়েছে।