বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় মোংলা পৌর আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গন থেকে প্রভাত ফেরি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
এদিকে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে মোংলা পৌর শহীদ মিনারে ভাষা শহীদদের পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।এরপর পযার্য়ক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও ইউএনও কমলেশ মজুমদার, পৌর মেয়র শেখ আ: রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন, প্রেসক্লাব এবং বিভিন্ন রাজনীতিক, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সকালে প্রভাতফেরি শেষে মোংলা পৌর আওয়ামীলীগ কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। আলোচনা সভার সভাপতিত্ব করেন মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুননাহার হাই,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,পৌর আওয়ামী লীগের সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম প্রমূখ।
আলোচনা সভা শেষে শহিদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও মোংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।