অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
বাংলাদেশ কৃষক লীগ কাপ্তাই উপজেলার শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা, শীতবস্ত্র এবং মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার(২০ ফেব্রুয়ারী) বিকেল ৩. ৩০ মিনিটে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ এই কর্মসূচী পালিত হয়। কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক চট্টগ্রাম জেলা পরিষদ এর সদস্য এ্যাডভোকেট উম্মে হাবিবা এই কর্মসূচীর উদ্বোধন করেন।
কাপ্তাই উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ শামসুদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুধীর তালুকদার এর সঞ্চালনায় এইসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, রাঙ্গামাটি জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুর উল্ল্যাহ ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক অরুণ ধর, রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি মান্নান তালুকদার, উত্তর জেলা কৃষক লীগের সাবেক ভূমি বিষয়ক সম্পাদক সদস্য এ এস এম সায়েম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আবু তালেব।
পরে ১০০ জন অসহায় ও গরীব জনগণের মাঝে শীতবস্ত্র এবং মাস্ক বিতরণ করা হয়।