অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়ায় ৩০০ কার্তুজসহ সুইচাচিং মারমা (৫৩) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। যৌথ বাহিনীর সহায়তায় থানার উপ পরিদর্শক আনোয়ার এবং সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বাঙ্গালহালিয়া পাহাড়িকা লাইব্রেরীর গলির ভেতরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সে রাজস্থলী উপজেলার গাইন্দা হেডম্যান পাড়ার মৃত থোয়াইসা প্রু মারমার ছেলে। বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, বাঙ্গালহালিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে শুকনা মরিচের প্যাকেটের ভেতর লুকানো অবস্থায় তার কাছে ৩০০ কার্তুজ পাওয়া যায়।
তিনি আরও জানান, এসব কার্তুজ সে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের মিজোরাম থেকে এনেছে বলে স্বীকার করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি সন্ত্রাসী দলগুলো এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে গুলিগুলো আনে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।