অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :
কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বিদ্যুৎ ভবন সংলগ্ন মাঠে চৌধুরীছড়া উন্মুক্ত ক্রিকেট টূর্ণামেন্ট কমিটির আয়োজনে উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল ম্যাচ শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফ্রেন্ডস ক্লাব এফসি-১০ বনাম সুপিরিয়র বয়েজ এর মধ্যে ১০ ওভারে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সুপিরিয়র বয়েজ দল ৩০ রানে চ্যাম্পিয়ন হয়।
এদিকে খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ.টি. এম আব্দুজ্জাহের।
এছাড়া টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আশীষ কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উপ ব্যবস্থাপক কয়সুল বারী, সোনালী ব্যাংক কাপ্তাই শাখার ব্যবস্থাপক সুজন বড়ুয়া, কাপ্তাই ২৩ ইবি এসএম ক্যাপ্টেন মোঃ আজিজুর রহমান,
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সিবিএ সাধারন সম্পাদক মোঃ আব্দুল ওহাব, ০৪ নং কাপ্তাই ইউপি আওয়ামী লীগ সভাপতি মোঃ শামসুল ইসলাম আজমীর, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি এবং নগদ ৫ হাজার ও ৩ হাজার টাকা – প্রদান করেন।