নিহার বিন্দু চাকমা ; রাঙামাটিঃ
রাঙামাটির মোনঘর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯.০২.২০২১) তারিখ সকালে রাঙামাটি ২৯৯ সংসদীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে এমপি দীপংকর তালুকদার বলেন, আমি মোনঘরের প্রতি খুবই আন্তরিক। মোনঘর দীর্ঘদিন ধরে আলোর বর্তিকা ও আলোর বাতিঘর হিসেবে কাজ করে যাচ্ছে। তাই এ অঞ্চলের মানুষের কল্যাণ ও ভাগ্য উন্নয়নে আত্নকর্মসংস্থানের যোগান দিতে দুর্গম পাহাড়ে মোনঘর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, মোনঘর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রাতিষ্ঠানিক যে সমস্যাগুলো রয়েছে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছেন এবং আগামী অর্থ-বছরে দুই তিন তলা ভবনটি নির্মাণ করার জন্য বরাদ্ধ দিবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মোনঘর কার্যনির্বাহী পরিষদের সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথেরর সভাপতিত্বে এবং মোনঘরের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমার সঞ্চালনায় মোনঘরের শিল্পীদের পরিবেশনায় ‘আমি মোনঘরর এক ঝাঁক বোন আমি মোনঘরর এক ঝাঁক ভেই’ সংগীতের মধ্য দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মোনঘর ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ চিত্র রঞ্জন চাকমা, মোনঘর কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক, কীর্তি নিশান চাকমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন মনোঘর আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমা, রাঙামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমা, ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রবিমোহন চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাক্তন সদস্য সাধন মনি চাকমা, মোনঘর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকাদার প্রগতি চাকমা প্রমূখ।
অনুষ্ঠান শেষে মোনঘর কারিগরি প্রশিক্ষণার্থী তিনজন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়