খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে এক সভা খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১৭ ই ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় বিদায়ী মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল আলমের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের প্রতিনিধি মেজর সালাউদ্দিন, পুলিশ সুপার মোঃ আব্দুল আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহ আলম, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমাসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ ।
উক্ত অনুষ্ঠানে নব-নির্বাচিত মেয়র পৌরসভা পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি খাগড়াছড়ি পৌর সভার নির্বাচনে নির্মলেন্দু চৌধুরী ৯ হাজার ৩২ভোট পেয়ে তাঁর নিকট তম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল আলম কে ২৮৩ ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে মোবাইল প্রতিক নিয়ে রফিকুল আলম ভোট পান ৮ হাজার ৭৪৯ ভোট।এছাড়া বিএনপির মনোনীত প্রার্থী মোঃইব্রাহিম খলিল পান ৪ হাজার ৩০৮ ভোট এবং মোঃফিরুজুর আলম লাঙ্গল প্রতিক নিয়ে ভোট পান ১৮৪।