মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি:
রাঙ্গুনিয়া ইসলামপুর শাহ মজিদিয়া ছালেহীয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা ও গারাংগিয়া দরবার শরীফের বড় হুজুর, ছোট হুজুর ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ছালেহ আহমদ মজিদি(রহঃ) এর ফাতেহা ও ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই উপলক্ষে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন গারাংগিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী মাহমুদুল হক মজিদি(রহঃ),সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, উদ্বোধক ছিলেন মো.হোছাইন কোম্পানি, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ তৈয়্যব আলী, মাওলানা আবুল আসাদ জুবাইর রেজভী, চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটি সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম তালুকদার, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দিন আনছারী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মুহাম্মদ হোসাইন, ইসলামপুর ইউপি সদস্য আলী রুস্তম, হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ, নুরুল্লাহ রাইহান খান, মাওলানা ইদ্রিস প্রমুখ।