সরওয়ার কামাল,মহেলখালী, কক্সবাজার:
মহেশখালী উপজেলার বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্ম মূখর করে তোলার লক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা ইয়্যুথ এম্পলয়মেন্ট সার্ভিস (ইয়েস) এর আয়োজনে ১৫ই ফেব্রুয়ারী সকাল ১০ টাায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান। ইয়্যুথ এম্পলয়মেন্ট সার্ভিস (ইয়েস)প্রজেক্ট ম্যানেজার মোঃ আরাফাত ইকবাল এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আবদুল হাই, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার এর পরিদর্শক নুরুল আলম,মহেশখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরেন্দ্র চন্দ্র পাল,মহেশখালী কলেজের অধ্যাপক আশীষ কুমার চক্রবর্তী।
শিক্ষক ও সাংবাদিক আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মোজাম্মেল হক,গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মহেশখালী পৌর আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক বাবু প্রণব কুমার দে,মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ,মহেশখালী পৌরসভার কাউন্সিলর রতন দে,মহেশখালী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ আবু তাহের,রিপোর্টাস ইউনিটির যুগ্ন-সম্পাদক সাংবাদিক আ ন ম হাসান,বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার নুরী আক্তার ও মিনু আরা,সমাজসেবা অফিসের জোহরা পারভীন। সার্বিক সহযোগিতায় ছিলেন অসীম দে, সাধন দে ও সুমন দে প্রমুখ।