হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাদার্স ক্লাব ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।
অদ্য ১৫ ফেব্রুয়ারি রোজ সোমবার স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি (এসআইডি -সিএইসটি) ইউএনডিপি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কন্যা- শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মাদার্স ক্লাবের ওরিয়েন্টেশন সভা সকাল ১১ ঘঠিকার সময় বিদ্যালয়ের হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক জনাব হারাধন কর্মকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিংহ্লা মারমা, উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর হাসারুন ত্রিপুরার, সহকারী শিক্ষক সাচিংনু মারমা, আনসার ভিডিপির ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার পিসি আব্দুর রাজ্জাক ,পিসি আবদুল আওয়াল, ম্যানিজিং কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, উঃক্যসলা ভান্তে ওসমান গনি, সাংবাদিক মোঃ হাবীবুল্লাহ মিসবাহ, সাংবাদিক মোঃ আল আমিন, মাদার্স ক্লাবের সভাপতি খাদিজা বেগম খুকুসহ অন্যান্য অভিভাবকবৃন্দ।
সভার সভাপতির হারাধন কর্মকার বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশে শিক্ষা প্রসার, শিশু ও নারী ক্ষমতায়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অন্যান্য বক্তারাও মাদার্স ক্লাবের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।