মাটিরাঙ্গা প্রতিনিধি,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় রবিবার ১৪ই ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে তীব্র শীত ও কুয়াশাচ্ছন্ন শীতকে উপেক্ষা করে ৯টি কেন্দ্রে ৫৫টি বুথে ব্যালটের মাধ্যেমে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়ে, বিকেল ৪টা পর্যন্ত ভোটদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এ নির্বাচনে আওয়ামী লীগের(নৌকা) মোঃ সামছুল হক পেয়েছেন ৫হাজার ৯৫৫ ভোট, বিএনপির মোঃ শাহাজালাল কাজল(ধানের শীষ) পেয়েছেন ৩হাজার ৭১০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী বিদ্রোহী প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলমসহ(মোবাইল) প্রতীকে পেয়েছেন ৩হাজার ৭৫৮ ভোট। ফলাফলে মাটিরাঙ্গা পৌরসভার পৌর মেয়র হিসেবে জনগণের ভালোবাসায় পুনরায় নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৫জন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪০জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। ইতিমধ্যে ৩নং সংরক্ষিত কাউন্সিলর পদে জয়নব বিবি বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে ১৮হাজার ৯৬৫ ভোটারের মধ্যে ১৩ হাজার ৪৬৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তবে এর মধ্যে পুরুষ ভোটার ৯হাজার ৮০৬জন এবং নারী ভোটার ৯হাজার ১৫৯জন। তাছাড়া ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তাছাড়া সুষ্ঠু ভোট দান অনুষ্ঠান ও যে কোন অপ্রীতিকর পরিস্থিতি রোধে পৌর এলাকায় সকাল থেকেই আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের ব্যাপক তৎপরতা ছিলো।