কাউখালী প্রতিনিধি,দিলোয়ারা আক্তার:
কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের বর্মাছড়ি মুখপাড়া এলাকার এক মাদক ব্যবসায়ী ডালিম চাকমাকে ২০.৫ কেজি গাঁজা সহ আটক করেন র্যাব-৭।এই গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।
গতকাল মধ্যরাতে র্যাব-৭ হাটহাজারী ইউনিটের একটি দল ফটিকছড়ি ইউনিয়নের বর্মাছড়ি এলাকায় অভিযান চালান।অভিযান চলাকালীন র্যাব যখন ফটিকছড়ি খালের পাশে তখনই আসামী ডালিম চাকমা র্যাবের উপস্থিতি টের পায় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন এবং কাউখালী থানায় প্রেরণ করেন।পরে কাউখালী থানা থেকে আসামী কে আদালতে পাঠানো হয়।
আটককৃত আসামী মনমোহন চাকমার ছেলে।স্থানীয়রা বলেন আসামী ডালিম চাকমা অনেক দিন যাবৎ ১বিঘা জমিতে এই গাঁজা চাষ করেন।
পরবর্তীতে ঐ ১বিঘা জমিতে অভিযান চালিয়ে র্যাব-৭ প্রায় তিনহাজার গাঁজা গাছের সন্দান পায় এবং কিছু প্রমাণ রেখে বাকি সব গাঁজার গাছ পুড়িয়ে ধ্বংস করে দেয়।
উল্লেখ্য মুঠোফোনে তথ্য নিশ্চিত করেন কাউখালী থানা ইনচার্জ মো:শহিদুল্লাহ সাহেব।