শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল. মৌলভীবাজার::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন “সার্ক মানবাধিকার ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠা বার্ষিকী ও নবগঠিত শ্রীমঙ্গল উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান উপলক্ষে “মানবাধিকার সুরক্ষায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
সোমবার (৮ই ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ হোটেল শ্রীমঙ্গল ইন্ কনফারেন্স (শাদী মহল) হলরুমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি অধ্যাপক ইসলাম উদ্দিন এর উদ্দোগে সংস্থার শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি ফারুক হোসেনের সভাপত্বিতে ও সাংবাদিক কৃষক আব্দুল মজিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল সহকারি কমিশনার (ভূমি) নেছার আহমদ, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ সালেক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক প্রতিনিধি আবু সালেহ ইয়াহিয়া, আনিছুল ইসলাম আশরাফী সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংস্থার দায়ীত্বশীল ব্যাক্তিবর্গ।
উক্ত সভায় বক্তারা মানবাধিকার ও মানবাধিকার সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।