শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার:
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্ব নির্ধারিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৮ ফেব্রুয়ারী) ঘুমধুম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঘুমধুম কলেজ বাস্তবায়ন কমিটি আয়োজিত কলেজ বাস্তবায়ন কমিটির কার্যনির্বাহী সদস্য ছৈয়দ আলমের স্বাগত বক্তব্য ও ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্যদিয়ে মতবিনিময় সভা শুরু হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও ঘুমধুম কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদ,ঘুমধুম কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মোঃফরিদ,টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যাপক কবি সিরাজুল হক সিরাজ,উখিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক তহিদুল আলম তহিদ,বান্দরবান সরকারী কলেজের প্রভাষক জয়দেব কর্মকার,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা সংসদ সদস্য প্রতিনিধি, সাবেক ইউপি চেয়ারম্যান খাইরুল বশর,ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন,নাইক্ষ্যংছড়ি উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার রাজা মিয়া,উখিয়ার সাংবাদিক নুর মোহাম্মদ শিকদার, কক্সবাজারস্থ র্যাব ১৫ সিও’ র প্রতিনিধি মোহাম্মদ জাকের হোসেন,মাষ্টার খাইরুল বশর,মাষ্টার
হামিদুল হক,মাষ্টার দীপন বড়ুয়া,মাষ্টার সাজেদ উল্লাহ,মাষ্টার আবদূর রহিম শাওন,বান্দরবান এক্সপ্রেস ডটকমের সম্পাদক এডভোকেট তারেক আজিজ জামী,
ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন,পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী, রাজাপালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন,কক্সবাজার ইংলিশ মিডিয়াম কেজি স্কুলের শিক্ষক নুর হোসেন,ডাঃ শাহজাহান প্রমুখ।
এসময় মুক্তিযুদ্ধা আবদুস সালাম,ইয়াকুব মিয়া, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদর উল্লাহ বিন্দু,ছাত্রনেতা ইব্রাহীম খলিল,ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশর,সাধারণ সম্পাদক নুর হোসেন শিকদার,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা সহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা ঘুমধুম ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠাই সকলেই গুরুত্বপূর্ণ মতামতে যা যা করণীয় তা পালনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নির্দেশনায় ঘুমধুম ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিনের স্বপ্ন পুরণ হতে যাচ্ছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা বান্ধব সরকার।তাই মন্ত্রী বীর বাহাদুর এমপির ঐকান্তিক প্রচেষ্টার ফসল হউক ঘুমধুম কলেজ এমনটাই প্রত্যাশা সকলের।