হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় অদ্য ৭ ফেব্রুয়ারী রোজ রবিবার রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “কোভিড ১৯ টিকাদান কর্মসূচী” শুরু হয়েছে।
রাজস্থলী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব উবাচ মারমা ও প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আবুল কালাম আজাদ করোনা ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে রাজস্হলীতে এই টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন হয়। এতে সেচ্ছাসেবী হিসেবে যুব রেড ক্রিসেন্ট রাজস্থলী উপজেলা ইউনিট রাঙ্গামাটির জেলা ইউনিটের যুব সদস্যরা সেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জনাব মফজল আহমদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা জানান প্রথমদিন বেলা ৩ টা পর্যন্ত সর্বমোট ২৯ জনকে টিকা প্রদান করা হয়েছে। তবে রাজস্থলী উপজেলায় পর্যায়ক্রমে ৫৩০ জনকে কোভিড ১৯ টিকা প্রদান করা হবে বলে তিনি জানান।