আল সিরাজ ভান্ডারীঃ বোয়ালখালী উপজেলার আমুচিয়া মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজ সেবক এমদাদুল ইসলামের অর্থায়নে আমুচিয়া ইউনিয়নের সকল মসজিদের খতিব,ইমাম, মোয়াজ্জিন,হাফেজদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালখালী উপজেলার কালাইয়ার হাট সিকদার বাড়ি আল্-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ২৬ মার্চ (বুধবার)ফাউন্ডেশনের চেয়ারম্যান এমদাদুল ইসলামের সভাপতিত্বে নিকাহ রেজিস্টার ও কাজী শাহী এমরান কাদেরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মনজুর মোর্শেদ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম রহিমি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল বশর,মসজিদ কমিটির সাধারণ সম্পাদক,বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক একুশের বাণী পত্রিকার সহকারী সম্পাদক এমএ মন্নান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবদুল জলিল,ক্বারী মাওলানা জামাল হোসেন,মাওলানা তাজুল ইসলাম,আল্ ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নাছির উদ্দিন।
অতিথিরা বক্তব্যে বলেন,সকল মুসলিমদের জন্ম থেকে শেষ বিদায় বেলায় আলেম ওলামাগনদের প্রয়োজন হয় কিন্তু দুঃখের বিষয় বর্তমানে সমাজে আলেম ওলামারা অবহেলিত তাই সমাজের সকল বিত্তবানদের আলেম ওলামাদের পার্শ্বে থেকে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।
দোয়া মাহফিল শেষে উপস্থিত খতিব,ইমাম, মোয়াজ্জিন, হাফেজদের মাঝে অতিথিরা ঈদ উপহার ও নগদ হাদিয়া প্রদান করা হয়।