আল সিরাজ ভান্ডারী,বোয়ালখালীঃ
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় চট্টগ্রামে ২২তম মহাত্মা সম্মেলন অনুষ্ঠান ও হযরত আলী (রাঃ) এর শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে,অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদেরকে রাহেভান্ডার এনোবেল এওয়ার্ড প্রদান করা হয়।
২১ মার্চ (শুক্রবার) ২০ রমজান চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব স্মৃতি হলে ২২তম মহাত্না সম্মেলনে (মহান আত্নাদের আত্নসংলাপ বিষয়ক অনুষ্টান) রাষ্ট্রের বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ দেশ বরেণ্য ১০জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩তম ”রাহেভান্ডার এনোবল এওয়ার্ড” প্রদান করা হয়। চট্টগ্রাম দরবার শরীফ এর সাজ্জাদানশীন হযরত আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা:)-এর সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। এসময় উপস্তিত ছিলেন স্বনামধন্য বিভিন্ন সুফি সাধক,লেখক,গবেষক,শিক্ষাবিদ,প্রযুক্তিবিধ, চিকিৎসাবিধ,সূফি শিল্পী,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মেলনে তথাকথিত তৌহিদী জনতার ব্যানারে দেশের বিভিন্ন স্থানে সূফি সাধকদের সমাধিস্থল আক্রমনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি দাবী জানানো হয়। একই সাথে ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের গাজার মুসলিমের উপর অমানবিক অত্যাচার-নিপীড়ন গনহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।এদিন হযরত মওলা আলী (রা.)’এর শাহাদাত দিবস উপলক্ষে ফাতেহা শরীফ মিলাদ-কিয়াম ইফতার ও মুনাজাত করা হয়। অনুষ্টান সফল করায় ”মহাত্না সম্মেলন উদযাপন পরিষদ” এর কো-চেয়ারম্যান শাহজাদা সৈয়দ বশির আহমদ মনি (সূফী মনি) সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।