মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার উত্তর একসত্যাপাড়া শ্রী শ্রী গৌর-নিতাই হরি মন্দির প্রাঙ্গণে ভাগবত পাঠ, বৈষ্ণব সেবা, মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার উত্তর একসত্যাপাড়া সনাতন সমাজের উদ্যোগে রবিবার ভোরে মঙ্গলারতি ও মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে তিনদিনব্যাপী আনুষ্ঠানিকতা
শুরু হয়। ধর্মীয় গুরু নারায়ণ দাস গোস্বামীর পৌরোহিত্যে এদিন শিক্ষার্থীদের গীতা পাঠ প্রতিযোগিতা, নৃত্য অনুষ্ঠান ও ধর্মীয় নাটক মঞ্চায়ন, সংগীতাঞ্জলি, ধর্মসভা ও মহানামযজ্ঞের অধিবাস সম্পন্ন হয়।
সোমবার উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতনী ভক্তবৃন্দের উপস্থিততে অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন শুভারম্ভ হয়। এতে নাম মাধুরী পরিবেশন করেন পিরোজপুরের জগদানন্দ সম্প্রদায়, ভোলার অষ্টসখী সম্প্রদায়, চট্টগ্রামের নিত্যানন্দ সম্প্রদায় ও স্থানীয় গীতা সংঘ সম্প্রদায়। দুপুরে ও রাতে অন্য প্রসাদ গ্রহণ করেন অনুষ্ঠানে আসা হাজারের সনাতনী ভক্তবৃন্দ।
ধর্মীয় এই আনুষ্ঠানিকতায় পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মীর হোসেন, পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের উপজেলা সভাপতি বাবুল দেওয়ানজী, আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের উপজেলা শাখার প্রধান উপদেষ্টা দ্বিপন কর্মকার, কেন্দ্রীয় কালি মন্দিরের সাবেক সভাপতি বাদল বরণ সেন, পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের উপজেলা সাধারণ সম্পাদক সঞ্জয় দেব নাথ, সাংগঠনিক সম্পাদক পলাশ দেব, উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক ডা. মিলন কান্তি দে, সাবেক সভাপতি রুপেন পাল, যুগ্ম আহ্বায়ক অমর কান্তি দত্ত, সদস্য সচিব আশীষ বরণ সেন, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ নাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত কুমার নাথ ও সন্তোষ কুমার চৌধুরী প্রমূখ। এসময় অনুষ্ঠান উৎযাপন কমিটির সভাপতি লিটন কান্তি নাথ, সাধারণ সম্পাদক সুজন কান্তি নাথ সুজয় ও অর্থ সম্পাদক রুবেল মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও নগর কীর্ত্তনের মধ্যদিয়ে শেষ হবে ৮ম বার্ষিক এই ধর্মীয় আনুষ্ঠানিকতা।