মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সংসদের উদ্যোগে বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১টায় মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১টি গীতা স্কুলের দুইশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দুপুর ১টা পর্যন্ত চলা পরীক্ষা পরিদর্শন করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী, শম্ভু দাশ, কেন্দ্রীয় সভাপতি ঝন্টু চৌধুরী, ধর্মীয় গুরু শ্রীমৎ রামানন্দ ভ্রম্যচারী, কেন্দ্রীয় সহ-সম্পাদক সুজন দেব নাথ, চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেব নাথ, খাগড়াছড়ি জেলা সংসদের আহ্বায়ক প্রভাত তালুকদার, সদস্য সচিব সুমন আচার্য, খাগড়াছড়ি সদর উপজেলা প্রতিনিধি তুষার কান্তি ধর, বাগীশিক মানিকছড়ি উপজেলা সংসদের উপদেষ্টা প্রকৌশলী কেশব লাল দে, রুপেন পাল বাদল বরণ সেন, সন্তোষ কুমার চৌধুরী, ডা. অমর কান্তি দত্ত, উপজেলা হিন্দু উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক সঞ্জয় দেব নাথ, বাগীশিক মানিকছড়ি উপজেলা সভাপতি ভুবন দেব, সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকাশ নাথ, সাবেক সাধারণ সম্পাদক সুজন কান্তি নাথ সুজয়, সাংগঠনিক সম্পাদক বাপ্পি মজুমদার, অর্থ সম্পদক সুজন ধর রাহুল, প্রচার সম্পাদক সাজু দেব সুজন, প্রকাশনা সম্পাদক নিশান দাশ ও মহিলা সম্পাদক ক্ষমা মল্লিকসহ সনাতন নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, প্রতিটি মানুষের ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ আবশ্যক। সারাদেশে প্রায় সাড়ে ৬ হাজার গীতা স্কুলের মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করছে নানা বয়সী শিক্ষার্থীরা। আর এসব কেন্দ্রে পড়ুয়া শিক্ষার্থীদের সঠিক মূল্যায়নের জন্যই বার্ষিক পরীক্ষা, ফলাফল ও সনদ বিতরণের আয়োজন করা হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রিয়শীষ চক্রবর্তী অর্পন ও কেন্দ্র সচিব অজিত কুমার নাথ জানান, ‘দ্বিতীয়বারের মতো গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দুইশতাধিক পরীক্ষার্থী আনন্দের সাথে পরীক্ষায় অংশ নিয়েছে’।