মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলীতে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাটনাতলী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১ মার্চ) বিকাল সাড়ে ৩টায় বাটনাতলী বাজার সংলগ্নে সংগঠনের সভাপতি এডভোকেট মো. রেজাউল ইসলামের সভাপতি ও সাধারণ সম্পাদক নুরুল হুদা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মো. আবদুল হামিদ।
বক্তব্যে সংগঠনের সভাপতি রেজাউল ইসলাম বলেন, ‘বাটনাতলী যুব কল্যাণ পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই সদস্যদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন সময় সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালিত করে আসছে। ইতিমধ্যে চিকিৎসা সহায়তা, দারিদ্র্য বিমোচনে আর্থিক সহায়তা, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান প্রদানসহ নানা সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে এই সংগঠন। এরই অংশ হিসেবে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে’।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মজিবুল হক বাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির নেতা মংশেপ্রু চৌধুরী, এডভোকেট মো. হোসাইন, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল জলিল ও স্কুল শিক্ষক রুস্তম আলী প্রমূখ।
আলোচনা শেষে মাহে রমজানের উপহার হিসেবে ৮৫ জন গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী (ছোলা, মুড়ি, চিনি, খেজুর, তেল, আলু, পেঁয়াজ, সেমাই ইত্যাদি) বিতরণ করা হয়েছে। এসময় সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।