মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার প্রত্যন্ত জনপদ গোরখানায় প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১২টায় মাদরাসা হল কক্ষে মাদরাসার নবগঠিত কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক মো. জসীম উদ্দিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও মাদরাসার প্রতিষ্ঠাতা লোকমান হোসেন ফকির, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাষ্টার ও মাদরাসার সহকারী সুপার মাওলানা মো. লোকমান হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ‘প্রত্যন্ত অবহেলিত এই জনপদের শিক্ষার্থীরা মাদরাসা প্রতিষ্ঠার পূর্বে লেখাপড়া থেকে বঞ্চিত ছিল। ২০১৫ সাল থেকে এই জনপদে শিক্ষার আলো ছড়াচ্ছে শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসা। বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী নূরানী থেকে দাখিল পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাচ্ছে। এসজেডএইচএম ট্রাস্ট এবং স্থানীয়দের সহযোগিতায় সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি’। এসময় স্থানীয় শিক্ষার হার আরও বাড়াতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে মাদরাসার দাখিল পরিক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী (ফাইল, কলম) তুলে দেন অতিথিরারা। এর আগে নবগঠিত কমিটির সকল সদস্যরা পরিচিতি পর্বে অংশ নেন।