মোঃ আব্দুল গফুর সুবেল-বাঘইছড়ি প্রতিনিধি:
মারিশ্যা জোন (২৭ বিজিবি’র) আওতাধীন সীমান্ত পরিবার কল্যাণ সংস্থা (সীপকস) উপ-শাখা, মারিশ্যা এর পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকার বাঘাইছড়ি উপজেলার বটতলী, মধ্যমপাড়া, পশ্চিম মুসলিম ব্লক, তুলাবান, কাচালং বাজার, বাবুপাড়া, বাঘাইছড়ি মুখ এলাকার দুঃস্থ জনসাধারণের মাঝে উপ-শাখা সীপকস, মারিশ্যা এর সাধারণ সম্পাদিকা কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণের সময় উপ-শাখা সীপকস এর কোষাধ্যক্ষা ও অন্যান্য সদস্যাগণ উপস্থিত ছিলেন।
সীমান্ত পরিবার কল্যাণ সংস্থা (সীপকস) উপ-শাখা, মারিশ্যা কর্তৃক অতীতেও স্থানীয় জনগণের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এই কাজের ধারা অব্যাহত থাকবে বলে উপ-শাখা সীপকস, মারিশ্যা এর সাধারণ সম্পাদিকা আশাবাদ ব্যক্ত করেন।