মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়িতে ঘরোয়া পরিবেশে উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে রাজপাড়া ওয়াক্যে (পাড়া) কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টায় উপজেলার মহামুনি হেডম্যান কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল পূর্ব রাজপাড়া খালপাড় একাদশ ও দক্ষিণ রাজপাড়া ওয়াক্যে একাদশ। দুর্দান্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলার প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ রাজপাড়া। তবে খেলার দ্বিতীয়ার্ধে গোলশোধ করে ম্যাচে সমতায় ফেরায় পূর্ব রাজপাড়া। ফলে নির্ধারিত সময়ে ১-১ গোলের ব্যবধান থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ১-০ শূন্য গোলের ব্যবধানে দক্ষিণ রাজপাড়া ওয়াক্যে একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পূর্ব রাজপাড়া খালপাড় একাদশ। এরই মধ্যদিয়ে পর্দা নামে মাত্র ৪টি দল নিয়ে শুরু হওয়া প্রথম আসরের এই মিনি ফুটবল টুর্নামেন্টের।
খেলা শেষে টুর্নামেন্টের আহ্বায়ক উচিংলা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাড়া কার্বারী চাইলাপ্রু মারমা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নিপ্রু মারমা, রাজপাড়া ক্রীড়া সংঘের সভাপতি আব্রে মারমা, সহ-সভাপতি কাজল মারমা, বাবু মারমা, অংসাং খিলু, ক্রীড়া পরিচালক শহিদুল্লাহ সজিব ও রেজাউল খান সোহেল।
খেলা শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও ইন্টু মারমাকে সেরা উদীয়মান ও সুইপ্রু মারমা মনাকে সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং টুর্নামেন্টে অংশ নেয়া রাজপাড়া মধ্যমপাড়া ও রাজপাড়া টিলাপাড়া দলের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।