মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় আনারস আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে ৩০ জন চাষির মাঝে বিনামূল্যে দেশীয় জাতের ৬৭ হাজার ৫শত আনারস চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক পর্যায়ের চাষিদের মাঝে এসব চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. জহির রায়হান, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূর, উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ ও জুয়েল মনি পালসহ উপকারভোগী আনারস চাষিরা উপস্থিত ছিলেন।