মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টায় উপজেলা সদর ইউনিয়নের উত্তর ফকিরনালা এলাকায় সংস্থার সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জহির রায়হান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রাশেদ ও কারিতাসের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা।
এসময় বক্তারা বলেন, সরকার সুবিধাবঞ্চিত সকল মানুষের কল্যাণে বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় সকল সেবা প্রদান করছে। কিন্তু সঠিক তথ্য না জানার কারণে সাধারণ মানুষ এই সেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে কৃষি বিভাগ, সমাজসেবা, প্রাণী সম্পদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ স্থানীয় সরকারে বিভিন্ন বিভাগগুলো সাধারণ মানুষকে নানামুখী সেবা দিয়ে থাকে’। সেমিনারের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তর কি কি সেবা দিয়ে থাকে এবং তা কিভাবে সাধারণ মানুষ পেতে পারে সেই সম্পর্কে সকলকে অবহিত করা হয়।
এসময় উপজেলা এবং বিভিন্ন পাড়ার উপকারভোগী ও সংশ্লিষ্ট মাঠ সহায়কবৃন্দ উপস্থিত ছিলেন।