মোঃআব্দুল গফুর সুবেল-বাঘাইছড়ি প্রতিনিধি:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ আজিজুল হক এর নেতৃত্বে দীঘিনালা থেকে মারিশ্যা গামী একটি মোটরসাইকেল তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা,ইয়াবা বহনকারী ডিসকোভার মোটরসাইকেল ০১ টি (১১০ সিসি ডিসকভার, রেজিস্টেশন বিহীন), মোবাইল (রিয়েলমি) ০১টি ও সীমকার্ড ০২টিসহ মোঃ জমির হোসেন (২৬), পিতা-আবুল কাসেম এবং মোঃ রিয়াদ (২৩), পিতা-মোঃ দুলাল মিয়া,উভয়ের গ্রাম-বাঙ্গালীপাড়া, ডাকঘর-মেরুং, থানা-দীঘিনালা, জেলা-খাগড়াছড়ি দ্বয়কে আটক করতে সক্ষম হন। আটককৃত মালামালের সিজার আনুমানিক মূল্য ২,৫৫,৫০০/- (দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত) টাকা। আটককৃত আসামী, ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল, মোবাইল এবং সীমকার্ডসহ বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে, যার মামলা নম্বর ০২ তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৫।