মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- মহাযোগী শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ও শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজের ৭ম স্মরণ উৎসব উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দিনব্যাপী এ উপলক্ষে উপজেলার বড়ইতলী অদ্বৈত-অচ্যুত ধাম মন্দিরে ধর্মীয় গুরু শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরীর পৌরহিত্যে চণ্ডীপাঠ, গীতা পাঠ, গুরুপূজা, ভোগারতি, দীক্ষাদান, মহতী ধর্মসভা ও চতুষপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।
অদ্বৈত-অচ্যুত ধাম পরিচালনা কমিটির সভাপতি চন্দন শীল ও সাধারণ সম্পাদক নিশান দাশের পরিচালনায় এই ধর্মীয় অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে সনাতনী ভক্তবৃন্দ সমবেত হয়। দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম। এসময় সনাতন নেতা বাবুল দেওয়ানজী, উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক অমর কান্তি দত্ত, মানিকছড়ি শংকর মঠ ও মিশনের প্রধান উপদেষ্টা ডা. দ্বিপন কর্মকার ও মন্দিরে প্রতিষ্ঠাতা তাপস দাশসহ সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মহানামামৃত পরিবেশন করেন সীতাকুণ্ডের রাধামাধব সম্প্রদায়, হাটহাজারীর দয়াল ঠাকুর সম্প্রদায় ও রাঙ্গামাটির নিতাই গৌর সম্প্রদায়।
বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় মহানাম সংকীর্তনের পূর্ণাহুতি এবং নগর পরিক্রমার মধ্যদিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা।