মোঃআব্দুল গফুর সুবেল-বাঘাইছড়ি প্রতিনিধি:
মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচির অধীনে আজ বাঘাইছড়ি উপজেলায় ১৭ জন নিবন্ধিত জেলেদের মাঝে ৬৮ টি ছাগল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব সিদ্ধার্থ রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব তোফায়েল আহমেদ, রুপকারি ইউনিয়নের চেয়ারম্যান জনাব জেসমিন চাকমা,সাজেক ইউনিয়নের চেয়ারম্যান জনাব অতুলাল চাকমা ও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: মেহেদী হাসান বলেন যে, মাছ ধরার নিষিদ্ধকালীন সময়ে জেলেরা মাছ ধরতে পারে না। এক্ষেত্রে চারটি ছাগল লালন করে তারা জীবিকা নির্বাহ করতে পারবে যা দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে।