নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল নেতা মুরাদ দল হতে বহিষ্কার হওয়ার সপ্তাহ না পেরোতেই চান্দগাঁও থানাধীন পূর্ব ষোলশহর ওয়ার্ডের রাহাত্তারপুল ইউনিট বিএনপির ব্যানারে এক বিক্ষোভ মিছিলে দেখা মিলল প্রথম সারিতেই।
গত ৪ জানুয়ারি (মঙ্গলবার) স্বৈরাচারী হাসিনা ও তার দোসরদের সন্ত্রাস, নৈরাজ্য এবং দ্রুত বিচারের দাবিতে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের রাহাত্তার পুল ইউনিট বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ভূইয়া,৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি ইলিয়াস শেকু,হারুন সওদাগর,চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গুলজার হোসাইন।এসময় মিছিলের কখনো অগ্রভাগে,কখনো মিছিলের প্রথম সারির পাশে থেকে নেতৃত্ব দিতে দেখা যায় বহিষ্কৃত এই যুবদল নেতাকে।মিছিলটি নগরীর চান্দগাঁও এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বহদ্দারহাট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সেখানেও মুরাদকে দেখা যায় সামনের সারিতে।
১লা ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় প্যাডে মহানগর বিএনপির আহবায়ক কমিটির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা সাক্ষরিত পূর্ব ষোলশহর ৬নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ মুরাদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিএনপির আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণাদির ভিত্তিতে বহিষ্কার করা হয়।বহিস্কারাদেশে বলা হয় বহিষ্কৃত মুরাদকে দলীয় কোন কর্মকাণ্ডে যুক্ত না করতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করা হয়।
চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সাবেক আহবায়ক আহবায়ক আবু সুফিয়ানের ছবি সংবলিত ব্যানারে মিছিলটিতে বহিষ্কৃত মোঃ মুরাদ শুধু প্রকাশ্য ছিলেন তাই শেষ নয়।নিজ ফেসবুক ওয়ালে তা পোস্টও দেন।
ফেসবুক পোস্ট মোঃ মুরাদ লিখেন,”চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ সংসদ আসনের মেহনতী মানুষের বন্ধু আলহাজ্ব আবু সুফিয়ান ভাইয়ের নেতৃতে ছাত্র-জনতার খুনি, স্বৈরাচারী হাসিনা ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ রাহাত্তার পুল ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল”।
বহিষ্কৃতদের নিয়ে মিছিল প্রসঙ্গে ক্ষোভ জানিয়ে নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম মহানগর বিএনপির এক নেতা বলেন,দলীয় স্বীদ্ধান্তের বাইরে গিয়ে যেই বা যারা দলের শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে দল থেকে বহিষ্কার হওয়া একজনকে নিয়ে মিছিল করেছেন তাদেরকেও জবাবদিহি ও কঠিন শাস্তির দাবি জানান।অন্যথায় নেতাকর্মীদের মাঝে অপরাধের প্রবণতা বেড়ে যাবে।দলের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে নেতাকর্মীরা জড়িয়ে পড়বেন।
তিনি জানান চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদউল্লাহ দেশের বাইরে আছেন তিনি এলে দলীয় স্বীদ্ধান্ত নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে।