নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজার
গত ২০১৯ সালে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়াদের নিকট বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রেরিত (জাতীয় পরিচয়পত্র) স্মার্ট কার্ড বিতরণ শুরু করেছে।
উখিয়া উপজেলা নির্বাচন অফিসের পূর্ব নির্ধারিত দিনক্ষণ ৭ ফেব্রুয়ারী সকাল ৯ টায় পালংখালী ইউপির চেয়ারম্যানের থাইংখালীস্থ ব্যক্তিগত কার্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়।
এতে উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃইরফান উদ্দিন,পালংখালী ইউপির চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া স্ব-স্ব ব্যক্তির নিকট স্মার্ট কার্ড তুলে দেন।এসময় পালংখালী ইউপির সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।