রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি এবং রাজস্থলীর সীমান্তবর্তী এলাকা সাইসলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ৩ চাকমা যুবক গুরুতর আহত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে বিলাইছড়ি উপজেলাধীন সাইসল এলাকায় ঝর্ণার সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
দুর্ঘটনায় আহতরা হলেন বিলাইছড়ির সাইসল এলাকার আগুন চাকমা (২৬), একই এলাকার নন্দ লাল চাকমা (২১) এবং শান্তি চাকমা (২৩)।
স্থানীয়রা জানান, শনিবার বিকালে সাইসল এলাকায় সারা দিন কাজ শেষ করে এই তিন যুবক ঝর্ণায় গোসল করতে যাওয়ার সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালালে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ৩ জন আরোহী গুরুতর আহত হয়। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনায় দুটি মোটরসাইকেলই দুমড়ে মুচড়ে যায়।
পথচারীরা তৎক্ষণাৎ তাদেরকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আর এম ও ডাঃ নাজিম উদ্দিন জানান, এখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।