মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি চলছে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যতম দল তিনটহরী স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের জার্সি উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তিনটহরী স্পোর্টিং ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে জাতীয় পতাকার লগু সম্বলিত দলটির জার্সি উন্মোচন করা হয়।
টিম ম্যানেজার ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইউসুফ মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রমজান হোসেন সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম খলিল আল-ফরিদী, তাতী বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, তিনটহরী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল আব্বাস, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলা উদ্দিন, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া সংগঠক মো. বশির আহম্মেদ, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি আবদুল হাকিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু হানিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আয়নাল ভূইয়া, যুবদল নেতা পলাশ দে, তিনটহরী স্পোর্টিং ক্লাবের সভাপতি মংমেরি মারমা, সাধারণ সম্পাদক নয়ন দে ও টিমের ক্যাপ্টেইন আপ্রুসী মারমাসহ আরো অনেকেই।