নিজস্ব প্রতিনিধি:- মহান বিজয় দিবসের প্রথম প্রহরে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গণঅধিকার পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সদস্য মংসানু মারমা, জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আইয়ুব নবী, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ শরিফ উদ্দীন, সদস্য সচিব মো. সোলাইমান মিয়া, সদস্য মো. রাকিব, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সদস্য মো. শাকিল হোসেন প্রমূখ।
এসময় নির্ভয়ে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্ত নেতাকর্মীদের উপস্থিততে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎবরণকারী সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।