মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রান্তিক কৃষকদের নিয়ে নিয়ে দুইদিনব্যাপী গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ও বুধবার উপজেলার জিয়ানগরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কৃষি ইউনিটের আওতায় প্রাণিসম্পদ খাতের অর্থায়নে ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) কৃষি উন্নয়ন বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রান্তিক পর্যায়ের ২৫ জন সদস্য অংশ নেন। এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড: সুমেন চাকমা, আইডিএফের প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক সালাহ উদ্দিন। এসময় আইডিএফের সহকারী কৃষি কর্মকর্তা মিথুন দাশ সহ সংশ্লিষ্ট আরো অনেকেই উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ছাগল, ভেড়া ও পাঁঠা লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ এবং গবাদিপশুর নানা রোগব্যাধি ও পরিচর্যা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।