মো. রবিউল হোসেন, মানিকছড়ি:-
‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মার্ণে অংশ নিন’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়িতে আগামি ১০-২৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির কার্যক্রম। শুমারিতে অংশ নেওয়া উপজেলার ৪ ইউনিয়নে ৩টি জোনে ৭৭জন তথ্য সংগ্রহকারী ও ১৫জন সুপারভাইজারকে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে ৪দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা শুমারি সমন্বয়কারী ও পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস। এসময় উপজেলা জোনাল অফিসার এসএম নাছির উদ্দীন ও আইসিটি সুপারভাইজার মো. রিপন মিয়াসহ সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।
৪দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আগামি ১০ ডিসেম্বর থেকে শুরু হবে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহের কার্যক্রম। যা চলবে আগামি ২৬ ডিসেম্বর পর্যন্ত। এতে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারদের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সহায়তা করবে ৩ জন আইটি সুপারভাইজার।