মোঃ গোলামুর রহমান
রাঙামাটির লংগদুতে অসহায়, দুঃস্থদের মাঝে নগদ অর্থ দিয়ে সহযোগীতা করেছেন খাদ্যমন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সাংসদ জননেতা দীপংকর তালুকদার এমপি।
রবিবার (৭ ফেব্রুয়ারি) লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে এগারো জন হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার এমপি এর ঐচ্ছিক তহফিল হতে প্রতি পরিবারকে দশহাজার টাকা করে ব্যাংকের চেক প্রদান করনে।
এছড়াও একই দিনে গুলশাখালী, বগাচতর ও ভাসাইন্যাদম ইউনিয়নে বিভন্নি সময়ে বন্যহাতি দ্বারা ক্ষতি গ্রস্থ পরিবারের নিকটও আর্থিক সহায়তা প্রদান করেন। গুলশাখালীর যুবলক্ষী পাড়ায় দীপংকর তালুকদার গার্লস স্কুল এন্ড কলেজ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় দীপংকর তালুকদার এমপি তিনটি ইউনিয়নের ৬০ জনের মাঝে জনপ্রতি দুই হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন।
চেক গ্রহণকারী ব্যক্তিরা বলেন, বর্তমান সময় আমাদের কৃষি কাজের সময়। এসময় টাকার চেক পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।তাই আমরা এই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু। সহ জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল আবেদীন এতে সভাপতিত্ব করেন।