মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- নানা আনুষ্ঠানিকতা আর জমকালো আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরীতে সম্পন্ন হয়েছে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট- সিজন ২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ। খেলায় শান্তওনগর সুপার সিক্সার্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তিনটহরী কিংস্টার FC।
তিনটহরী বাজার সংলগ্ন মাঠে তিনটহরী স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে সর্বমোট ১২টি দল অংশ নিয়েছিলো। শুক্রবার সন্ধ্যায় শতশত ফুটবল প্রেমি দর্শকের উপস্থিতিতে ফাইনালে মুখোমুখি হয় তিনটহরী কিংস্টার FC ও শান্তিনগর সুপার সিক্সার্স। খেলার প্রথমার্ধের শান্তওনগর সুপার সিক্সার্সকে ১ গোল করে এগিয়ে যায় তিনটহরী কিংস্টার FC। দ্বিতীয়ার্ধে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই হলেও গোলশূন্য থাকায় ১-০ গোলেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তিনটহরী কিংস্টার FC।
খেলা শেষে তিনটহরী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মো. মোবারক হোসেন মোন্নার সভাপতিত্বে ও রাকিব সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো এনামুল হক এনাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর হোসেন, যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুর ইসলাম, তিনটহরী স্পোর্টিং ক্লাবের সভাপতি মংমেরি মারমা, সাধারণ সম্পাদক নয়ন দে ও ক্রীড়া সংগঠক পলাশ দেসহ আরো অনেকেই।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।