মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও ভবন নির্মাণে নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদে উপজেলা সচেতন নাগরিক ফোরামের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মো. মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মজিবুল হক বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মংশেপ্রু চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মো. মহিউদ্দিন কিশোর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মাসুদুজ্জামান মাসুদ প্রমুখ।
ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী, থাই, ওয়ারিং ক্যাবল ও টাইলস ব্যবহার, প্লাস্টারের কাজ শেষ হওয়ার আগে ভবনের বিভিন্ন পিলারে ফাটল এবং দরজা-জানালা ও চৌকাঠে সেগুন কাঠ ব্যবহার করার কথা থাকলেও গর্জন ও গামারী কাঠ ব্যবহার করার অভিযোগ করে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, ‘অনতিবিলম্বে নিম্নমানের নির্মাণসামগ্রী পরিত্যাগ করে সঠিকভাবে কাজ বুঝিয়ে না দিলে আগামী সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে’।
মানববন্ধনে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।