চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৭ নভেম্বর) স্যার আশুতোষ কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
স্যার আশুতোষ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী কামাল হাসান রকির সভাপতিত্বে মতবিনিময়ে আশুতোষ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান,সাবেক ছাত্রনেতা বোয়ালখালী যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মহিদুল জিকু,কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের রায়হান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তসলিম,সাবেক দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত আকাশ,সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ মোরশেদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা নেজাম উদ্দীন,জুনায়েদ তাহরিম,ইরফান মোঃ ইফাজ,মোঃ জিসান,হুমায়ন আজাদ,মোঃ ওসামা, মোঃ রানা,আশরাফুল ইসলাম আয়ন,ফরহাদ,তামিমসহ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের স্বীদ্ধান্তনুযায়ী ছাত্রদলকে সুসংঘটিত করা,সুন্দর ও আদর্শিক ভাবে দলকে গোছানো,কলেজে সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ বজায় রাখা,অন্যায় দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করা, দরিদ্র অসহায় ছাত্রদের লেখাপড়ায় সহযোগিতা করা, ছাত্রদলকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলার এবং এলক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন নেতৃবৃন্দ।
পরবর্তীতে স্যার আশুতোষ কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা কলেজের উপাধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন ও অধ্যাপক মোহাম্মদ মামুনকে ফুলেল শুভেচ্ছা জানায় এবং তাঁদের সাথে কুশল বিনিময় করেন।