খাগড়াছড়ি প্রতিনিধি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মসলা জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষক ও কৃষি উদ্যোক্তাদের দুইদিনব্যাপী আদা-হলুদ চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় মাটিরাঙ্গার রসুলপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সমন্বিত কৃষি ইউনিট মসলা খ্যাতের অর্থায়নে ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) কৃষি উন্নয়ন বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রথমদিন অংশ নেন স্থানীয় প্রান্তিক পর্যায়ের ২৫ জন কৃষক ও কৃষি উদ্যোক্তা। এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী, আইডিএফের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজমারুল হক ও কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় আইডিএফের সহকারী কৃষি কর্মকর্তা মিথুন দাসসহ সংশ্লিষ্ট আরো অনেকেই উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে আদা চাষ, বস্তায় আদা চাষ, হলুদ, গোলমরিচসহ বিভিন্ন মসলা জাতীয় ফসল উৎপাদনের প্রযুক্তিগত নানা বিষয়ে প্রশিক্ষণ এবং নানা রোগব্যাধি ও পরিচর্যা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
আইডিএফের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজমারুল হক মসলা চাষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘পার্বত্য অঞ্চলের মাটি ও আবহাওয়া আদা-হলুদ চাষের জন্য খুবই উপযোগী। এই অঞ্চলে অন্যান্য চাষাবাদের পাশাপাশি মসলা চাষ করলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভুমিকা রাখবে মসলা চাষ। আদা-হলুদ চাষিদের সার, বীজ, কীটনাশক ও সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করবে আইডিএফ’।