মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মানিকছড়ি দারুল ইহসান মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী ও বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বাদ আছর শুরু হয়ে রাত ১২ টায় ইসলাম, দেশ ও জাতির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মহি উদ্দিন বিন সুরুজের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন খ্যাতিমান মুফাসসিরে কুরআন মুফতি ইসমাইল বোখারী কাশিয়ানী। এছাড়াও পবিত্র কোরআন হাদিসের আলোকে আব্দুর রহিম ফারুকী ও সানাউল্লাহ নুরী মাহমুদীসহ স্থানীয় বহু ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেন। আলোচনা পূর্বে মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান করেন প্রধান আলোচক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন কিশোর, মানিকছড়ি দারুসসুন্নাহ মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুল হক, পরিচালক মাওলানা ফজলুল হক, সহকারী পরিচালক মাওলানা নুর মোহাম্মদ, তিনটহরী মহিউসসুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন, মুফতি দিদারুল আলম কাসেমী, মাওলানা ইব্রাহিম খলিল আল-ফরিদী, মাওলানা হামিদুল্লাহ নোমান, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা ইমাম হোসাইন প্রমূখ।