মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড (ছদুরখীল) বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ছদুরখীল বাজার সংলগ্নে উপজেলা বিএনপির সদস্য মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল কর্মী মো. সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিবুল হক বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর হোসেন, সদস্য সচিব মো. মহিউদ্দিন কিশোর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহিনুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুল মান্নান ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আলী প্রমূখ।
সভায় বক্তারা বিগত আওয়ামী শাসনামলের নানা কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে বলেন, ‘বিএনপির দেশের মানুষের সেবক হিসেবে কাজ করবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে’। সেই লক্ষে আগামিদিনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা’।
এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।